নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার(Pahalgam Terror Attack) পর থেকেই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারতীয় সেনা। কিন্তু তার মাঝেও অনুপ্রবেশের চেষ্টা। ম্মু-কাশ্মীরের কাঠুয়ার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করারা চেষ্টার অভিযোগে এক অনুপ্রবেশকারীকে গুলি করল বিএসএফ। যদিও মৃতের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিএসএফের তরফে জানানো হয়, সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পাকিস্তানের কিছু নাগরিক। জম্মু-কাশ্মীরের কাঠুয়ার হিরানগর সেক্টরের চান্দওয়ান ও কোঠে সীমান্ত ফাঁড়ির কাছে অবস্থিত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা। বিষয়টি নজরে আসতেই তাঁদের সতর্ক করা হয়। কিন্তু সতর্কবাণী না শোনায় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জখম হন এক ব্যক্তি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হানা ও তা পরবর্তী ভারত-পাক সংঘাতের পর থেকেই সীমান্তে বেড়েছে নিরাপত্তা। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও অনুপ্রবেশের চেষ্টা জারি পাক নাগরিকদের।
ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিএসএফের গুলিতে মৃত পাক অনুপ্রবেশকারী
A Pakistani intruder was killed after he was shot at by the BSF while trying to sneak into the Indian side of the International Border in Jammu and Kashmir's Kathua district.
Full story: https://t.co/t7BWE3V1iH#JammuKashmir #BSF #Pakistan pic.twitter.com/k8rbuUzThj
— IndiaToday (@IndiaToday) August 11, 2025