Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ১৪ জুলাই: মাঙ্কিপক্সে প্রথম আক্রান্ত কেরলে (Kerala)। ইউএই থেকে ভারতে ফিরে মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তি। এমনই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান,  গত ১২ জুলাই ওই ব্যক্তি ইউএই থেকে ভারতে ফেরেন। ত্রিবান্দ্রাম বিমানবন্দরে ওই ব্যক্তি নামার পর তাঁকে নিয়ে সন্দেহ জাগতেই চিকিৎসার জন্য পাঠানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআরের যে গাইডলাইন দেওয়া, সেই অনুযায়ী বিদেশ ফেরৎ ওই ব্যক্তির চিকিৎসা করানো হবে বলে জানায় কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

 

এদিকে মাঙ্কিপক্স (Monkeypox) নিয়ে রাজ্যগুলিতে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। বৃহস্পতিবার রাজ্যগুলিকে মাঙ্কিপক্সের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রক। মাঙ্কিপক্স বর্তমানে বিশ্বের অনেক দেশেই ছড়িয়েছে।

আরও পড়ুন: Monkeypox In India: মাঙ্কিপক্স নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক, পাঠানো হল নির্দেশিকা

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, কাউকে সন্দেহভাজন বলে মনে করা হলে, সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করতে হবে।