
রাগের বশে বাবাকে নৃশংসভাবে খুন করল নাবালক ছেলে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) কর্নালে উনচা সিনওয়া গ্রামে। খুন করে গোয়ালঘরে দেহ লোপাট করেছিল অভিযুক্ত। সেখান থেকে গত ৮ মে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সোনু। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত নাবালককে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে তদন্তকারীরা। জেরার মুখে নিজের দোষের কথা স্বীকার করেছে অভিযুক্ত। এমনকী সে এও জানিয়েছে যে বাবাকে খুন করে তাঁর কোনও অনুতপ্ত নেই। যদিও কেন সে এমন ঘটনা ঘটাল, তা শুনে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা।
গোয়ালঘর থেকে উদ্ধার মৃতদেহ
পুলিশসূত্রে খবর, সম্প্রতি পড়াশুনোর জন্য ছেলেকে বকাঝকা করেছিলেন সোনু। বলেছিলেন পড়াশুনো না করলে কাজ করে পয়সা রোজগার করতে। আর তাতেই মাথা গরম হয়ে যায় নাবালকের। বা্ড়ি লাগোয়া গোয়ালঘরে যখন সোনু গবাদী পশুকে দেখভাল করছিলেন, সেই সময় পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে অভিযুক্ত নাবালক। তারপর একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। গত ৮ মে পরিবারের সদস্যরা দেহটি দেখতে পান। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়।
জেরা করার পর গ্রেফতার অভিযুক্ত
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে পুলিশের সন্দেহ নাবালকের ওপর যায়নি। বরং মৃতের পরিচিত বা পরিবারের সদস্যদের জেরা করা হয়। কিন্তু তাতেও কোনও সমাধান না মেলায় এলাকায় সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতেই প্রথম সন্দেহ নাবালকের ওপর। এরপর সন্দেহভাজনকে জেরা করা শুরু করলে অবশেষে অভিযুক্ত কিশোর নিজের দোষ স্বীকার করেন।