দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (ছবিঃX)

নয়াদিল্লিঃ উৎসবের(Festival) মাঝে দিল্লিতে(Delhi) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। আগুন লাগল গুদামে(Warehouse)। ঘটনাস্থলে দমকলের(Fire Service) ৩৫ টি ইঞ্জিন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) আলিপুর(Alipur) এলাকার একটি গুদামে। আচমকাই আগুন লাগে গুদামটিতে। এই ঘটনায় ভেঙে পড়েছে তিন-তিনটি মস্ত বড় বাড়ি। আগুন নেভানোর চেষ্টা করে ৩৫ টি ইঞ্জিন। প্রায় ২০০ লোক মিলে হাত দেয় আগুন নেভানোর কাজে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর দিল্লির ফায়ার সার্ভিসের মুখ্য আধিকারিক বলেন, "আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমাদের কাছে খবর আসে আলিপুর এলাকার একটি গুদামে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩৫ টি ইঞ্জিন। ২০০ জন কর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মধ্যে ছিল গুদামটি। অগ্নিকাণ্ডের জেরে ভেঙে পড়েছে তিনটি বাড়ি।" জানা গিয়েছে, ওই গুদামটিতে পেপার তৈরি হত। কীভাবে আগুন লাগল তা যদিও এখনও স্পষ্ট নয়।

পেপারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৩৫ টি ইঞ্জিন