ফের বিহারে প্রকাশ্যে এল দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা। এবার পাটনায় (Patna) কোচিং সেন্টারের সামনে চলল গুলি। আর তাতেই আহত হলেন এক পড়ুয়া। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানের থানা এলাকায়। ঘটনার পর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। যদিও আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে অভিযুক্ত যুবকককে সনাক্ত করা গিয়েছে। তবে তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
কোচিংয়ের বাইরে হামলা
পুলিশসূত্রে খবর, এদিন কোচিংয়ের গ্রন্থাগারে পড়তে গিয়েছিল রাহুল নামে যুবকটি। তখন তাঁকে বাইরে ডাকে অভিযুক্ত। সেখানে দুজনের মধ্যে বচসা হলে তখন অপর যুবক রাহুলকে বন্দুক চালায়। গুলিটি রাহুলের পেটে লাগে। গুলির আওয়াজে সেন্টারের বাকি পড়ুয়ারা বাইরে বেরিয়ে এসে দেখে রাহুল মাটিতে পড়ে রয়েছে এবং অভিযুক্ত পালিয়ে গিয়েছে।
ভিডিয়ো নিয়ে বচসা
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুজনে একে অপরের পরিচিত ছিলেন। এদিন কোনও একটি ভি়ডিয়ো নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। যদিও বিষয়টি এখনও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।