নতুন দিল্লি, ৩০ অক্টোবর: গাড়ির বনেটে প্রায় দেড় কিলোমিটার ঘষটাতে ঘষটাতে গেলেন ট্রাফিক কনস্টেবল। দীপাবলির রাতে (Diwali Night) রাজধানীতে (Delhi) কোনওরকমে প্রাণরক্ষা ট্রাফিক কনস্টেবলের (Traffic Police)। দীপাবলির আনন্দে রাজধানীতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরের বিভিন্ন জায়গায় পুলিশি প্রহরা ছিল চোখে পড়ার মতো। ট্রাফিক কনস্টেবলরাও চোখ কান খোলা রেখে ব্যস্ততম রাস্তায় কড়া প্রহরায় ছিলেন। সেই তদারকি করতে গিয়েই শেষমেশ বিপদে পড়লেন কনস্টেবল প্রবীণ। দীপাবলির দিন তিনি ছাড়াও প্রবীণ, চেতারাম ও রাজকুমার নামের আরও তিন কনস্টেবল সেদিন ছিলেন সময়পুর বদলি এলাকার মুকারবা চকে। চেকপয়েন্ট থেকে একটি গাড়ি বেপরোয়া গতিতে বেরিয়ে যাচ্ছে। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলরা সেটিকে থামতে বলেও কোনও লাভ হয়নি। আরও পড়ুন-Pehlu Khan Lynching Case: পেহলু খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে গরু পাচারের মামলা খারিজ করল রাজস্থান হাই কোর্ট
জানা গিয়েছেষ গাড়িটি চেকপোস্টে না থামলে চলন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করেছিলেন প্রবীণ। তাতেও চালক নিরুত্তাপ। বরং গতি বাড়িয়ে দিলে প্রাণ বাঁচাতে গাড়ির বনেটে ঝাঁপ দেন ওই কনস্টেবল। এরপর দায় এড়াতে গাড়ির গতি মুহুর্মুহু বাড়িয়েছে অভিযুক্ত চালক। একটা সময় পর আর বনেট আঁকড়ে পড়ে থাকতে পারেননি কনস্টেবল প্রবীণ। ততক্ষণে তাঁর সাড়া শরীরে প্রচুর ক্ষত তৈরি হয়েছে। প্রাণ বাঁচাতে রাস্তার পাশে ঝাঁপালেন ওই কনস্টেবল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত প্রবীণ কনস্টেবলকে। প্রাথমিক চিকিৎসার পরই ওই গাড়ি চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।