ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড(Uttarakhand)। ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। জল ঢুকছে বিভিন্ন এলাকায়। এই আবহে এবার জলের স্রোতে ভাসতে দেখা গেল চিতাবাঘকে(Leopard)। তবে জলের স্রোতে সাঁতার কাটতে কাটতে প্রাণ হারায় সে। জলের স্রোতে ভাসতে দেখা যায় তার দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিয়ো। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর বিশেষ সচিব পিএম ধাকাতে। 'প্রকৃতির রুদ্র রূপ থেকে কারও বাঁচার উপায় নেই' পারে না, ভিডিয়োটি শেয়ার করে এই বার্তাই দিয়েছেন তিনি। উল্লেখ্য, কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুঁসছে একাধিক নদী। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির সঙ্গেই ভূমিধস ও হড়পা বানের জেরে লণ্ডভণ্ড পাহাড়ে ঘেরা উত্তরাখণ্ড। মাটির সঙ্গে মিশে গিয়েছে বহু পর্যটনকেন্দ্র। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বৃষ্টির জেরে বন্ধ বহু রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকার সঙ্গে। পাহাড়ে আটকে বহু মানুষ। আগামীতে উত্তরাখণ্ডে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা।

বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরাখণ্ড, জলের স্রোতে ভেসে এল চিতাবাঘ, ভাইরাল ভিডিয়ো