ভরসন্ধ্যাবেলায় ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অযোধ্যা (Ayodhya) পাগলাভাড়ি গ্রামের একটি অংশ। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টার দিকে ক্ষেতের মধ্যে অবস্থিত একটি বসতবাড়িতে আচমকাই বিস্ফোরণ ঘটে। আর তাতেই মৃত্যু হয় একই পরিবারের ৫ জন সদস্যের। আহত একজন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারার জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে হতাহতদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিক পড়ে। এমনকী বাড়ির অংশও ১০০-১৫০ মিটার দূরে পড়েছে।
মৃত্যু হয় ৫ জনের
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে ৬ জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এদিকে আগুনও আপাতত নিয়ন্ত্রণে এসেছে। আহত ব্যক্তি ভর্তি জেলা হাসপাতালে। প্রাথমিক তদন্তে দমকলের ধারণা সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। কারণ বাড়ির মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রান্নাঘরের জায়গাটি। যদিও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
দমকলের তরফে জানানো হয়েছে, এদিন ৭টা ১৫ নাগাদ খবর আসে। ঘটনাস্থলে ২-৩ ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃত ব্যক্তি পাপ্পু যাদব কয়েকবছর হল তাঁর পরিবার নিয়ে ক্ষেতের মাঝে বাড়ি বানিয়ে থাকছেন। যদিও বাকিদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।