Representational Image (Photo Credit: File Photo)

ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক পুলিশকর্মীর দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) একটি সরকারি আবাসনে। জানা যাচ্ছে প্রতিবেশীরাই এদিন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের দাবি, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করতে পারেন তিনি। ষদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেহ উদ্ধার করে পুলিশ

জানা যাচ্ছে, কর্মসূত্রে ইন্দোরে থাকলেও মৃত ব্যক্তি আসলে হরিয়ানার বাসিন্দা। সেখানেই তাঁর গোটা পরিবার থাকে। সূত্রের খবর, পেশায় হেড কনস্টেবল ওই ব্যক্তি সম্প্রতি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। সেই কারণেই এই আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে ময়নাতদন্তের রিপোর্টেও আত্মঘাতীর কথাই উল্লেখ করা আছে বলে জানা যাচ্ছে। তবে মৃত্যুর কারণ কী তা খতিয়ে দেথছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ইতিমধ্যেই মৃতের পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পুলিশকর্মীর ফোন খতিয়ে দেখতেই এক মহিলার নম্বর পায় তদন্তকারীরা। সেই নম্বরের সূত্র ধরেই রহস্যময়ীকে ধরার চেষ্টা করছে পুলিশ। এছাড়া মৃতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।