
নয়াদিল্লিঃ গত ২৪ মে কেরল উপকূলের (Kerala Coast) কাছে আরব সাগরে (Arabian Sea) হেলে পড়েছিল একটি লাইবেরিয়ায় একটি পণ্যবাহী জাহাজ। সমুদ্রে ছড়িয়ে পড়তে থাকে ক্ষতিকারক তেল। এই মর্মে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়। মোট ২৪ জন সদস্যকে নিয়ে রওনা দিয়েছিল জাহাজটি। পথে এই বিপত্তি ঘটনায় সঙ্গে সঙ্গে জাহাজ থেকে ২১ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। নাবিক-সহ দুই সদস্য থেকে গিয়েছিলেন জাহাজেই। কিন্তু পড়ে জাহাজের অবস্থা আরও বিপজ্জনক হয়ে যাওয়ায় তাঁদেরও কন্টেনার থেকে নামিয়ে আনা হয়।
উদ্ধার করা হল কেরল উপকূলে ডুবে যাওয়া তৈলবাহী জাহাজটিকে
গত ২৪ মে কেরল উপকূল থেকে প্রায় কিছুটা দূরে আচমকাই হেলতে শুরু করে তেলভর্তি কন্টেনারটি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে সাহায্য চেয়ে পাঠায় লাইবেরিয়ার ওই পণ্যবাহী জাহাজ। এরপর মাঝ সমুদ্রে গিয়ে হাজির হয় উপকূলরক্ষী বাহিনী। নিরাপদে উদ্ধার করে আনা হয় ওই জাহাজের সদস্যদের। এরপর ধীরে ধীরে ডুবতে শুরু করে জাহাজটি। আজ, বুধবার সকালে জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। কেরলের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়েছে ডুবে যাওয়া কন্টেনারের অংশ। জানা গিয়েছে, জাহাজটিতে ৬৪০ টি কন্টেনার ছিল । তার মধ্যে ১৩ টি কন্টেনারের মধ্যে বিপজ্জনক বস্তু ছিল। যা ধীরে ধীরে সমুদ্রে মিশে গিয়েছে বলে অনুমান।
অবশেষে উদ্ধার কেরল উপকূলে ডুবে যাওয়া ৬৪০ কন্টেনার বোঝাই জাহাজের ধ্বংসাবশেষ
#WATCH | Kerala | A container of Liberia-flagged container vessel MSC ELSA 3 (IMO NO. 9123221) that sank off Kochi on 24th May washed ashore at Kollam coast, being removed. (27.05) pic.twitter.com/ZVtUZjHyX8
— ANI (@ANI) May 28, 2025