তামিল সুপারস্টার তথা টিভিকে পার্টির প্রধান থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি (Bomb Threat)। জানা যাচ্ছে, এদিন দুপুরে অভিনেতার নীলাঙ্করাইয়ের বাসভবনে হামলার হুমকি আসে। আর তারপরই খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায়। যদিও তাতে তেমন কিছু সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার হয় না। তবে এই ভুয়ো হুমকি আসার পরেই বিজয়ের বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে কোথা থেকে এবং কে বা কারা এই মেইলটি পাঠিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিজয়ের বাড়িতে চপ্পল ছোড়া
এর আগেও থালাপতি বিজয়ের বাড়ি লক্ষ্য করে চপ্পল ছুড়েছিল এক ব্যক্তি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ঘটেছিল এই ঘটনা। সেই নিয়ে বিতর্ক ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। ডিএমকে, বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। পরে পুলিশ অভিযুক্তকে আটক করলে জানবা যায় ধৃত যুবক মানসিক বিকারগ্রস্খ ছিল।
বিধানসভা নির্বাচনে লড়বে টিভিকে
সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে হাত পাকিয়েছেন থালাপতি। গতবছর তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের আত্মঃপ্রকাশ করান। রাজনীতিতে নামার পরেই একের পর এক ঘটনা ঘটছে তাঁর সঙ্গে। সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে ডিএমকে বা বিজেপি কোনও দলের সঙ্গে হাত না মিলিয়ে একাই লড়বে তাঁর দল। জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও লড়বেন তিনি।