
নয়াদিল্লিঃ সামনের এপ্রিলেই ছিল বিয়ে(Wedding)। সেই মতোই চলছিল প্রস্তুতি। চিকিৎসার(Treatment) কারণে শহরে গিয়েছিলেন বাবা-মা। এরই মাঝে ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা। গ্রামের একটি উঁচু গাছ থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিএয়ছে, রবিবার ভোরে ওই গ্রামের একটি জাম গাছ থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ। উঁচু গাছে গলায় ফাঁস দিতে তাঁকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার পিছনে প্রতিহিংসা জড়িয়ে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
উত্তরপ্রদেশের গ্রামে তরুণীর রহস্যমৃত্যু
ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত তরুণীর ঠাকুমা জানান, আগামী ২৫ এপ্রিল বিয়ে ছিল ওই তরুণীর। চিকিৎসার জন্য লখনউ গিয়েছিলেন তাঁর বাবা-মা। বাড়িতে একাই ছিলেন ওই যুবতী। রবিবার ওই তরুণীর বাড়ির থেকে ৫০ মিটার দূরেই উদ্ধার হয় তাঁর দেহ। নিহত তরুণীর ঠাকুমা বলেন, "আমার নাতনি আত্মহত্যা করেনি। ওকে খুন করা হয়েছে। আমি সুবিচার চাই। দোষীদের চরম শাস্তি হোক।"
সামনের এপ্রিলে বিয়ে, বাড়ির পাশের গাছ থেকে উদ্ধার তরুণীর দেহ
@grok What would you like to say ,about women empowerment and safety in up.Please look at this video .#Balia #UP pic.twitter.com/ViBDY84pUA
— Amit Mohan Sharma (@amitmohansharm4) March 23, 2025