Earthquake (Photo Credit: File Image)

নয়াদিল্লিঃ সাত সকালে ভূমিকম্পে(Earthquake) কাঁপল দিল্লি(Delhi) সহ গোটা উত্তর ভারত। সোমবার সকাল সাড়ে ৫ টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি দ্বারা পেশ করা তথ্য অনুযায়ী, এদিন ভোর ৫ টা বেজে ৩৫ মিনিট নাগাদ রাজধানীতে জুড়ে হানা দেয় এই ভূমিকম্প। ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে খবর। মাত্র কয়েক সেকন্ডের কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে থরথরিয়ে কেঁপে উঠল দিল্লি

এক ব্যক্তি সেই মুহূর্তের অভিজ্ঞতা জানিয়ে বলেন, "একটা যেন ঝটকা লাগল। বিষয়টা স্বাভাবিক নয়, বুঝেছিলাম। সবকিছু কাঁপছিল। প্রায় ২ সেকন্ড ধরে কম্পন অনুভূত হয়। অল্প সময়ের জন্য হলেও কম্পনের মাত্রা তীব্র ছিল। ভয় পেয়ে গিয়েছিলাম।" আর এক ব্যক্তি বলেন, "মনে হচ্ছিল মাটির তলা দিয়ে কোনও ট্রেন ছুটে আসছে। সবকিছু নড়ছিল। কিছুসময় পর মনে হল যেন কিছু ভেঙে পড়ছে। বুকের ভিতরটা কাঁপছিল।"

ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাড়ি ছাড়ল মানুষ