নয়াদিল্লিঃ ছত্তিশগড়ে(Chhattisgarh) অন্ধবিশ্বাসের বলি যুবক। ময়নাতদন্ত(Postmortem) করতে গিয়ে গলা থেকে বেরিয়ে এল জ্যান্ত মুরগির বাচ্চা। জানা গিয়েছে মৃত যুবকের নাম আনন্দ যাদব। বয়স ৩৫। ছত্তিশগড়ের ছিন্দকালো গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার স্নান সেরে উঠতেই মাথা ঝিমঝিম করছিল তাঁর। এরপর মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আনন্দর। আকস্মিক মৃত্যুর কারণে ম্যনাতদন্তের নির্দেশ দেন চিকিৎসকেরা। অম্বিকাপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হয়। কিন্তু ময়নাতদন্ত শুরু হতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকেদের। ময়নাতদন্তের সময় ওই ব্যক্তির গলা একটু কাটতেই দেখা যায় নলির কাছে কিছু একটা আটকে রয়েছে। এরপর খানিকটা গলা কাটলে দেখা যায় ভিতরে জ্যন্ত মুরগির বাচ্চা আটকে। চিকিৎসকরা জানান, ২০ সেন্টিমিটার আয়তনের ওই মুরগির বাচ্চাটি এমনভাবে আটকে ছিল যে শ্বাসনালি ও খাদ্যনালি-উভয়ই বন্ধ হয়ে যায় আনন্দ নামে ওই ব্যক্তির। এর ফলে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। তদন্তে নেমে জানা যায়, তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করতেন বছর ৩৫ এর ওই ব্যক্তি। দীর্ঘদিন ধরে বাবা হওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয় সূত্রে খবর, সম্ভবত কোনও তান্ত্রিক তাঁকে বলেছিল যে জ্যান্ত মুরগির বাচ্চা খেলে সন্তান হবে। সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছে সে। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।
তন্ত্র-মন্ত্রে অন্ধবিশ্বাস, জ্যান্ত মুরগির বাচ্চা গিলে খেয়ে মৃত্যু যুবকের
In a tragic incident fueled by superstition, a 35-year-old man in #Chhattisgarh died after swallowing a live chick as part of a tantric ritual.
Doctors confirmed that the chick had got stuck in his throat, blocking his air-pipe, which led to his death. The chick itself also… pic.twitter.com/P2GsFyv4bG
— The Times Of India (@timesofindia) December 17, 2024