নতুন দিল্লি, ১৪ মার্চ: দক্ষিণ দিল্লির নেব সারাই এলাকার এক ওয়ো হোটেলের রুম থেকে উদ্ধার করা হল বছর ২৪-এর এক যুবকের মৃতদেহ। হোটেলের তিন তলার ১০১ নম্বর ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সেই যুবকের দেহ উদ্ধার হয়। হোটেল কর্মীরা পাখায় দেহ ঝুলতে দেখে পুলিশকে ফোন করেন। মৃত যুবকের নাম রাহুল। দিল্লির দক্ষিণপুরীর বাসিন্দা।

গত ১১ মার্চ সৌরভ নামের এক ব্যক্তির সঙ্গে হোটেলে চেক ইন করেছিলেন সৌরভ। এরপর ১২ মার্চ সকাল দু জনে চেক আউট করেন। ঠিক তারপর দিন বিকল পাঁচটা নাগাদ রাহুল একাই ফের হোটেলে এসে সেই রুমে থাকেন। রাহুলের আত্মীয়দের তার মৃত্যুর খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও পড়ুন-মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, জয়পুরে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির

দেখুন টুইট

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাহুলের রুমের পাশ থেকে পুলিশের পোশাকে এক ব্যক্তি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পাশের রুমে ঢোকেন। সেই রুমে পুলিশ কর্মীর সঙ্গে ছিলেন এক মহিলা। সেই পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি আসলে সিভিক ভলেন্টিয়ার। নকল পোশাক পরে সেই হোটেলে এসেছিলেন। পরিচয় ভাঁড়ানোর অভিযোগে নবাব সিং নামের সেই সিভিক পুলিশের বিরুদ্ধে কেস দায়ের হয়েছে। তবে রাহুলের রহস্য মৃত্যুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নিয়েই বলে প্রাথমিক তদন্তে অনুমান।