ফাইটোসর জীবাশ্ম (ছবিঃANI)

নয়াদিল্লিঃ এখন মরুভূমি হলেও আগে ছিল ডায়নোসরদের বিচরণক্ষেত্র। তার আবারও প্রমাণ মিলল। রাজস্থানের জয়সলমীরে (Jaisalmer)পাওয়া গেল ডায়নোসরের জীবাশ্ম। যার নাম ফাইটোসর।কোথায় উদ্ধার হয়েছে এই জীবাশ্ম? জানা গিয়েছে, রাজস্থানের জয়সলমীর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মেঘা গ্রামের একটি হ্রদের পাশ থেকে এটি উদ্ধার হয়েছে। জীবাশ্মটি প্রায় ২ মিটার লম্বা। এই জীবাশ্ম উদ্ধারের পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জেলা প্রশাসনকে। তাদের তরফে গোটা বিষয়টি জানানো হয় প্রত্নতত্ত্ব বিভাগকে। এরপর জীবাশ্মটিকে পরীক্ষা করতে ঘটনাস্থলে পৌঁছয় প্রত্নতত্ত্ববিদদের একটি বিশেষ দল। সেটিকে পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, জীবাশ্মটি জুরাসিক যুগের ফাইটোসরের জীবাশ্ম। এই জীবাশ্মের আশেপাশ থেকে আরও বেশকিছু নমুনা পাওয়া গিয়েছে। এগুলি জীবাশ্মে পরিণত হওয়া ডায়নোসরের ডিম হতে পারে বলে অনুয়া=মান বিশেষজ্ঞদের।

ফাইটোসর কী?

ফাইটোসর হল জুরাসিক যুগের কুমিরের মতো দেখতে একটি প্রাণী।

ভারতের বিখ্যাত পর্যটনকেন্দ্রে মিলল ডায়নোসরের জীবাশ্ম