১০১ বছর বয়েসে মারা গেলেন ঝাঁসিতে জেলবন্দি এক বৃদ্ধ কয়েদি। ঠিক ৫০ বছর আগে অপরাধ করেছিলেন, তারপর জেল, আর ৫০ বছর পর মৃত্যু। ঝাঁসির চিরকানা গ্রামে বয়সজনিত কারণে শরীর খারাপ থাকায় জেল থেকে বের করে ঝাঁসি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল তাঁকে। ১৯৭৩ সালে এক মন্দির লুঠ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
তিনিই ছিলেন জেলের সবচেয়ে পুরো কয়েদি। তাঁর স্বভাব, আচার-আচারণ এতই ভাল ছিল, যে মৃত্যুর খবর শুনে জেলরক্ষীরাও চোখের জল ধরে রাখতে পারলেন না। হাসপাতালে যাওযার আগে তিনি বলেছিলেন, এই জেলটাই তার সবচেয়ে প্রিয়, এখানেই তিনি মরতে চান।
দেখুন টুইট
A 101-year-old jail inmate, convicted for dacoity, died on Friday at #Jhansi Medical College due to illness.
Hiralal, from village Chirkana in Jhansi, was convicted for looting a temple in 1973 and was the oldest inmate in Jhansi jail. pic.twitter.com/TLeIEaC6U6
— IANS (@ians_india) March 3, 2023
কিন্তু শেষ অবধি তাঁকে জেল থেকে বের করে স্থানীয় মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। জীবনের বেশীরভাগটাই তাঁকে জেলেই কাটাতে হল।