নতুন দিল্লি, ৩১ মার্চ: ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এনিয়ে ১০ দিনে ৯- তম বার অগ্নিমূল্য জ্বালানি তেল (9th Fuel Price Spike In 10 Days)। রাজধানীতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেল ৮০ পয়সা করে বেড়েছে। বৃহস্পতিবার দিল্লিতে ১ লিটার পেট্রোল কিনতে গেলে খরচ হচ্ছে ১০১ টাকা ৮১ পয়সা। একইভাবে ১ লিটার ডিজেলের মূল্য ৯৩ টাকা ৭ পয়সা।
অন্যদিকে বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি ৮৪ পয়সা করে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। আজ সেখানে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১১৬ টাকা ৭২ পয়সায়। আবার ১০০ টাকা ৯৪ পয়সা দিলে মিলছে ১ লিটার ডিজেল।
পড়ুন টুইট
Price of petrol & diesel in Delhi at Rs 101.81 per litre & Rs 93.07 per litre respectively today (increased by 80 paise)
In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 116.72 & Rs 100.94 (increased by 84 paise) pic.twitter.com/ghPLS6quSj
— ANI (@ANI) March 31, 2022
9th fuel price spike in 10 days, petrol, diesel dearer by Rs 6.40 a litre
Read @ANI Story | https://t.co/bjglnydLlV#FuelPriceHike #PetrolDieselPriceHike #PetrolDieselPrice #DieselPrice #FuelPrices pic.twitter.com/gxsQjfzsH6
— ANI Digital (@ani_digital) March 31, 2022