চেন্নাই, ৭ অক্টোবরঃ চেন্নাইয়ের মেরিনা বিচে (Marina Beach) ভারতীয় বায়ুসেনার এয়ার শো (Indian Air Force Day) চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। বায়ুসেনার ঐতিহাসিক এয়ার শো দেখতে এসে বেঘোরে প্রাণ হারালেন পাঁচ দর্শক। প্রাথমিক ভাবে মৃতের সংখ্যা তিন হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৫। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্ততপক্ষে ২৩০ জন। প্রবল ভিড়ের চাপ এবং সেই সঙ্গে অতিরিক্ত গরমের জেরেই ঘটেছে বিপত্তি। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে একজন হিট স্ট্রোকে মারা গিয়েছেন। দুজন প্রবল ভিড়ের চাপে পড়ে মারা যান। রবিবার ভারতীয় বায়ুসেনার ৯২'তম প্রতিষ্ঠা দিবসে শোকের ছায়া নেমে এসেছে।
বায়ুসেনার এই এয়ার শোয়ের (Indian Air Force Day) জন্যে প্রতিবছর বিশেষ ব্যবস্থা করা হলেও আগত দর্শকদের জন্যে প্রাথমিক চিকিৎসার কোন ব্যবস্থা ছিল না। যার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে সকলে। জানা যাচ্ছে, এদিন এয়ার শো দেখতে ১৫ লক্ষেরও বেশি দর্শক ভিড় করেছিল মেরিনা বিচে। এদিন সকাল ১১টা থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনার ৯২'তম প্রতিষ্ঠা দিবসের এয়ার শো। বায়ুসেনার বিমানের রোমাঞ্চকর পারফর্মেন্স দেখার জন্যে সময়ের আগে থেকেই ভিড় জমতে শুরু করে সমুদ্র সৈকতে। মেরিনা বিচ সংলগ্ন রাস্তাঘাট গুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এমন মাত্রাতিরিক্ত ভিড় সামলাতে সামলাতে নাজেহাল অবস্থা হয় পুলিশকর্মীদের। রাস্তায় ট্রাফিকের কারণে রোগীদের নিয়ে সঠিক সময়ে হাসপাতাল পৌঁছতে পারেনি অ্যাম্বুলেন্স, যার ফলে মারা গিয়েছেন তিনজন, এমন অভিযোগও উঠছে। পরে হাসপাতালে মারা যান ২ জন।
সোমবার সকালে মেরিনা বিচের ভিজুয়্যাল...
#WATCH | Tamil Nadu: Five people died at the Mega Air Show on Marina Beach in Chennai that was held yesterday ahead of the 92nd Indian Air Force Day. Latest visuals from Marina Beach.
The deaths occurred reportedly due to heavy crowd and high temperatures. pic.twitter.com/BUYk5BrdKH
— ANI (@ANI) October 7, 2024
এয়ার শো চলাকালীন তিন জন মৃত হলেন বছর ৩৪-এর কার্তিকেয়ন, ৪৮ বছরের শ্রীনিবাসন এবং ৫৬ বছরের জন বাবু। বাকি দুজনের পরিচয় এখনও জানা জ এদিনের এয়ার শোয়ের জন্যে রাজ্য সরকার বিশাল জনসমাগমের পূর্বাভাস করেছিল। প্রাথমিক অনুমান ছিল প্রায় ১০ লক্ষ মানুষ আসবেন। কিন্তু বাস্তবে সেই সংখ্যা ছাড়িয়ে যায়। গোটা ঘটনায় ভারতীয় বায়ুসেনার এরার শো ব্যবস্থাপনার দিকে আঙুল তোলা হয়েছে।