হার্ট অ্যাটাকে মৃত্যু ছাত্রীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ স্কুলে টিফিনের (Tiffin) ঘণ্টা বাজতেই লাঞ্চ বক্স (Lunch Box) খুলেছিল বছরের কিশোরী কিন্তু খাবার মুখে তোলার আগেই মাটিতে লুটিয়ে পড়ে সে শিক্ষক সহাপাঠীরা ভাবে জ্ঞান হারিয়েছে সে তড়িঘড়ি তাকে হাসপাতালে (Hospital) নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা প্রাথমিকভাবে অনুমান, হার্ট অ্যাটাকের জেরে মৃত্যু চতুর্থ শ্রেণির পড়য়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা স্কুল

হার্ট অ্যাটাকে মৃত্যু ৯ বছরের পড়ুয়ার

জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকার এলাকায়। সেখানকার দান্তার আদর্শ বিদ্যা মন্দিরে পড়ত বছরের ওই কিশোরী অন্যান্য দিনের মতোই বুধবার স্কুলে গিয়েছিল সে টিফিনের টাইমে আচমকাই অজ্ঞান হয়ে যায় সে স্কুল সূত্রে খবর, অজ্ঞান হয়ে যাওয়ায় পড়ুয়াকে নিয়ে হাসপাতালে ছোটা হয় অ্যাম্বুলান্সে থাকাকালীন তীব্র শ্বাসকষ্ট অনুভব করে ওই ছাত্রী অ্যাম্বুলান্সে থাকা চিকিৎসক তাকে একটি ইঞ্জেকশনও দেন কিন্তু বাঁচানো যায়নি তাকে হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকেরা অন্যদিকে আদর্শ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক নন্দ কিশোর তিওয়ারি জানান, গত কয়েকদিন স্কুলে আসেনি ওই পড়ুয়া সর্দিকাশিতে ভুগছিল সে তবে এদিন স্কুলে তাকে সুস্থই দেখাচ্ছিল যদিও ওই পড়ুয়ার আগে থেকেই হার্টে কোনও সমস্যা ছিল কিনা তা জানা যায়নি যদিও এই ব্যাপারে মৃত পড়ুয়ার পরিবার জানায়, তার শরীরে বড় কোনও অসুখ ছিল না

টিফিন বক্স খুলতেই অজ্ঞান পড়ুয়া, হার্ট অ্যাটাকে মৃত্যু ৯ বছরের ছাত্রীর