তুমাকুরু, ২৫ অগাস্ট: লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। আহত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে কর্নাটকের (Karnataka) তুমাকুরুতে (Tumakuru)। পুলিশ জানিয়েছে, আহতরা তুমাকুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ভোরে দিন মজুররা কাজের জন্য গাড়িতে করে বেঙ্গালুরু যাচ্ছিলেন। শিরা শহরের বালেনাহাল্লি গেটের (Balenahalli Gate) কাছে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে দিন মজুরদের গাড়িটি সামনে দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন মহিলা চার পুরুষ ও দুই শিশুর মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লরিটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: UP: হেলমেট না পরায় ৬ হাজার টাকা জরিমানা, বদলা নিতে থানার বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন লাইনম্যান
#UPDATE | Tumakuru (Karnataka) road accident: Prime Minister Narendra Modi announces Rs 2 lakhs each from PMNRF to the next of kin of each deceased and Rs 50,000 for the injured. https://t.co/SF7G3f3TRN pic.twitter.com/xK3mf7Qpgm
— ANI (@ANI) August 25, 2022
Nine labourers were killed & 12 others injured when a cruiser they were travelling in rammed into a lorry in #Karnataka's Tumakuru early.
According to police, the injured are undergoing treatment at Tumakuru district hospital where the condition of 4 is stated to be critical. pic.twitter.com/5DHmDk6FGO
— IANS (@ians_india) August 25, 2022
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের নিকট আত্মীয়কে ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।