আমেদাবাদ: আমেরিকায় অনুপ্রবেশ (Enter US illegally) করতে গিয়ে সাত মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ (Mysteriously Missing) হয়েছেন ৯ জন ভারতীয় (Indian) নাগরিক। তারপর থেকে তাঁদের পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছেন। কিন্তু, কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে গুজরাট হাইকোর্টে (Gujarat High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছিলেন তাঁরা। তাতে সাড়া দিয়ে সরকারের থেকে এই বিষয়ে জবাব তলব করল গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
গুজরাটের পান্থিজ পুলিশ স্টেশনে জনৈক ভারত রাবারি নামে এক ব্যক্তির স্ত্রী একটি এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্বামী ভারত রাবারিকে আমেরিকায় ওয়ার্ক পারমিট ভিসা (US work Permit Visa) করিয়ে দেওয়ার নামে দিব্যেশ প্যাটেল ও মহেন্দ্র প্যাটেল নামে দুই এজেন্ট ২০ লক্ষ টাকা নিয়েছিল। বাকি ৫০ লক্ষ টাকা আমেরিকায় পৌঁছনোর পর দেওয়ার কথা ছিল। কিন্তু, দেশ থেকে বেরোনোর পরে সেখানে পৌঁছনোর আর কোনও খবর পাওয়া যায়নি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভারত রাবারি ও দুই মহিলা-সহ মোট ৯ জনকে আমস্টারডাম, পোর্ট অফ স্পেন ও ডোমিনিকা হয়ে আমেরিকায় পৌঁছে দেওয়া কথা ছিল। কিন্তু, প্রত্যেকেই নিখোঁজ হয়ে গেছেন।
সাবরকান্তা এলাকার বাসিন্দা ভারত-সহ বাকি নিখোঁজ মানুষরা হলেন, গান্ধী নগরের ধ্রুবরাজসিন বাগেলা, অঙ্কিত প্যাটেল ও অবনী জিতেন্দ্র প্যাটেল, মেহসানার বাসিন্দা সুধীর প্যাটেল, নিখিল প্যাটেল ও কিরণ প্যাটেল, খেদার বাসিন্দা প্রতীক প্যাটেল, আমেদাবাদের চম্পা ভাসাবা। আরও পড়ুন: Allahabad High Court: মিথ্যে অভিযোগের ভিত্তিতে টাকা হাতানোর জন্য মামলা করছেন বহু মহিলা, পর্যবেক্ষণ আদালতের
Families seek help after nine go missing in attempt to enter US illegally, #GujaratHighCourt responds
Read: https://t.co/KusbVrIaZF pic.twitter.com/4Rd0KpoPXg
— IANS (@ians_india) August 11, 2023