
পুজো প্রসাদে বিষক্রিয়া। আর সেই প্রসাদ খেয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য পূণ্যার্থী। গত মঙ্গলবার সকাল থেকে তামিলনাড়ুর (Tamil Nadu) মাদুরাইয়ের পাশ্ববর্তী জেলা বিরুধুনগরের একটি মন্দিরে শুরু হয়েছে পুজো। আর সেই উপলক্ষ্যে গতকাল থেকেই শুরু হয়েছে ভোগ বিতরণ। অভিযোগ সেই ভোগ খেয়ে এখনও পর্যন্ত ৮৫ জন অসুস্থ হয়েছে পড়েছেন। তাঁদের তড়িঘড়ি মাদুরাইয়ের রাজাজি হাসপাতাল সহ অনান্য বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি। তাঁদের চিকিৎসা চলছে।
বন্ধ করে দেওয়া হয়েছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান
জানা যাচ্ছে, এই মন্দিরে বিগত দু’দিন ধরে পুজো চলছে। আর সেই কারণে ভোগ বিতরণ চলছে গতকাল থেকে। অভিযোগ, গতকালও এই ভোগ খেয়ে ৩০ থেকে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছিলেন। বুধবার সেই অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫ জন। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ভোগ বিতরণ। তবে কী কারণে বিষক্রিয়া হল তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু হয়েছে
ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন রাজাজি সরকারি হাসপাতালের চিকিৎসকদের যৌথ প্রতিনিধি দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে মন্দিরল কর্তৃপক্ষ।