প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ আচমকা বিকল হয়ে পরে শরীর(Body)। স্কুলের(School) মধ্যেই মৃত্যু ৮ বছরের ছাত্রের। হৃদরোগে(Cardiac Arrest) আক্রান্ত হয়ে মৃত্যু বলে খবর। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামরাজনগর এলাকায়। প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল কিশোর। ছেলেকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তেই ছিলেন বাবা-মা। স্কুল থেকে ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়ল মৃত শিশুর অভিবাবক।

স্কুলে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল আট বছরের শিশু

জানা গিয়েছে, ক্লাস চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। এরপর তৎক্ষণাৎ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ততক্ষণে শারীরিক অবস্থার অবনতি হয়ে গিয়েছে। এরপর হাসপাতালেই মৃত্যু হয় ওই কিশোরের। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা এও নিশ্চিত করেছেন ওই কিশোরের শরীরে হার্ট অ্যাটাক হওয়ার মতো কোনও সমস্যাই ছিল না। একই দাবি পরিবারেরও। ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে এই ঘটনা। এত অল্প বয়সে এই মর্মান্তিক পরিণতি যেন কিছুতেই মানতে পারছে না নেটিজেনরা। প্রসঙ্গত, যতদিন যাচ্ছে বেড়েই চলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা।একটি সমীক্ষায় উঠে এসেছে, প্রতিবছর কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটে মোট সাত লক্ষ মানুষের।

স্কুলের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৮ বছরের পড়ুয়ার