খোয়াই: ডিজিটাল ইন্ডিয়া (Digital India) যখন ক্রমশ এগিয়ে চলেছে তখন প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো ভারতের বিভিন্ন প্রান্তে এখনও চলছে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের রমরমা। সম্প্রতি সেইরকমই একটি ঘটনা ঘটেছে ত্রিপুরার (Tripura) খোয়াই জেলার (Khowai district) চম্পাহোয়ার পুলিশ স্টেশনের (Champahoar police station) লেঙ্গটিবাড়ি গ্রামে (Lengtibari village)। সেখানে ডাইনি (witch) সন্দেহে ৪৫ বছরের এক আদিবাসী মহিলাকে (tribal woman) অপহরণের (kidnapping) পর খুন (Kill) করার অভিযোগে গ্রেফতার (arrest) করা হয়েছে আটজনকে।
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে লেঙ্গটিবাড়ি গ্রামের ৪৫ বছর বয়সী কৌশল্যা ঘাটওয়ালকে ডাইনি সন্দেহে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর তাঁকে কুপিয়ে খুন করে ওই মহিলার মৃতদেহটি একটি সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেয়। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার মৃতদেহটি উদ্ধার করে রাতেই অভিযুক্ত আটজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত ওই মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়রা রয়েছে।
এপ্রসঙ্গে খোয়াইয়ের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ও পুলিশের মুখপাত্র জ্যোতিষ্মান দাস চৌধুরী জানান, অভিযুক্তদের গ্রেফতার করার পর শনিবার স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উত্তর-পূর্ব অঞ্চলের বিভিন্ন জায়গায় এখনও ডাইনি বিদ্যার অনুশীলন চলার পাশাপাশি ডাইনি সন্দেহে মহিলাদের হেনস্থা ও খুন করার ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা বেশিরভাগ ঘটে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। সরকারের তরফে এই ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করে। এর ফলে এই ধরনের নৃশংস ঘটনার সংখ্যা কমলেও এখনও পর্যন্ত আদিবাসী সমাজকে পুরোপুরি অন্ধবিশ্বাসের কালো অন্ধকার থেকে আলোয় আনা সম্ভব হয়নি। আরও পড়ুন: Tamil Nadu: ক্ষমতায় আসলে ব্যবস্থা নেব বিচারকের বিরুদ্ধে, কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল
8 people have been arrested on the charges of kidnapping & killing a 45-yr-old tribal woman suspecting her to be a "witch" in #Tripura's Khowai district, police said. pic.twitter.com/D3sjEPcemI
— IANS (@ians_india) April 8, 2023