বন্ধুুর জন্মদিনে নাচতে হবে। সেই দাবি নিয়ে একটি আসরে হাজির ৬ দুষ্কৃতি। গভীর রাতে অনুষ্ঠান শেষ হলে দুই তরুণীকে বাড়ি ফেরার সময় বাধা দেয় অভিযুক্তরা। প্রথমে অনুরোধ করে তাঁরা রাজি না হওয়ায় কার্যত মাথায় বন্দুকের নল ঠেকিয়ে মহিলাদের করে ওই অভিযুক্তরা। গত রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে (Kushinagar)। জানা যাচ্ছে অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। এবং মঙ্গলবারের মধ্যেই ৮ অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। সেই সঙ্গে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দুই মহিলাকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, অপহরণকারীরা তাঁদের থেকে কোনও মুক্তিপণ বা টাকা হাতিয়ে নেয়নি। শুধু তাঁদের বন্ধুদের জন্মদিনে নাচার অনুরোধ করেছিল।

পুলিশ আরও জানিয়েছে যে, ঘটনার দিন দুটি টয়োটা ফরচুনার্সে করে সকলে ওই জলসাতে এসেছিল। এদের মধ্যে একজন প্রস্তাব দেয় তাঁদের বন্ধু অজিত সিংয়ের জন্মদিনে দুই ডান্সারকে নিয়ে যাবে। আর সেই অনুযায়ী অনুষ্ঠান শেষে দুই মহিলাকে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। তাতে তাঁরা রাজি না হওয়ায় বন্দুকে নল মাথায় ঠেকিয়ে গাড়িতে তোলে। এবার কয়েকটি গুলি আকাশের ছোড়ে। আর তারপরেই ওই সংস্থা এবং তরুণীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অজিত সিংয়ের বাড়িতে  তল্লাশি চালাতে যায় পুলিশ।

সেখানে অজিত সিং,অর্থক সিং, নগেন্দ্র যাদব, অশ্বন সিং, বিবেক শেঠ সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। আর ঘটনাস্থল থেকে পালিয়য়ে যায় নিসার আনসারি, আদিত্য সাহানী। তাঁদের ধরতে পিছু নেয় পুলিশ অফিসাররাও। কিন্তু তাঁরা গা ঢাকা দেয়। এরপর  ওই এলাকায় অভিযুক্তদের ধরার জন্য সোমবার ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করার কয়েকঘন্টা পরেই তাঁদের সন্ধান মেলে। সেই অনুযায়ী রাতে তল্লাশি অভিযানে গিয়ে তাঁদের ধরতে যেকেই গুলি ছোড়ে অভিযুক্তরা। পাল্টা গুলি চালায় পুলিশও। আর তাতেই দুজনের পায়ে গুলি লাগে। এরপর অভিযুক্তদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার সকালেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই তাঁদের থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বন্দুক, গুলি এবং দুটি গাড়ি।