7th Pay Commission: এবার ভারতীয় রেলের কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ্যভাতা বাড়তে চলেছে
Hike | Representational Image (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৭ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের পর বিভিন্ন রাজ্যের সরকার, এবার একই পথ অনুসরণ করল ভারতীয় রেল (Indian Railways)। খুব শিগগির রেলকর্মীদের মহার্ঘ্যভাত বাড়তে চলেছে। জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ।  তথ্য বলছে, দেশের সমস্ত জোনের কর্মীদেরই মহার্ঘ্যভাতা বাড়ছে। একইভাবে পেনশনভোগীরা পাবেন বর্ধিত ডিয়ারনেস রিলিফ। চলতি মাসের জানুয়ারি থেকেই রেলকর্মীরা বকেয়া মহার্ঘ্যভাতাও পেয়ে যাবেন।  এপ্রিলের শেষেই রেলকর্মী ও পেনশনভোগী মিলিয়ে মোট ১৪ লাখ কর্মীকে এই বর্ধিত মহার্ঘ্যভাতা দেবে রেল। আরও পড়ুন- Coronavirus Cases In India: ১,০৩৩ জন দৈনিক সংক্রামিত দেশে করোনার বলি ৪৩

গত মঙ্গলবার রেল বোর্ডের  সমস্ত জোনের তরফে চিঠিতে এই মহার্ঘ্যভাতা বৃদ্ধির খবরটি জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর জয় কুমার। মহামারির কারণে গত দেড় বছরে ভারতীয় রেল মহার্ঘ্যভাতা বাড়ায়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি, অগ্নিমূল্য পেট্রোপণ্যের বাজারে বর্ধিত মহার্ঘ্যভাতা নিঃসন্দেহে স্বস্তি এনে দেবে। এর আগে ২০২১-এর জুলাইতে কেন্দ্র সরকার কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ্যভাতা ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করেছিল।