জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards) ভারতের সর্বোচ্চ সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার। আজ মঙ্গলবার, ৮ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে ৭০'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসব । জাতীয় পুরস্কার বিজয়ীদের পাশাপাশি, প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে (Dadasaheb Phalke Award) ভূষিত করবেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোথায় কবে অনুষ্ঠিত হবে?
৭০'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আসর আজ মঙ্গলবার ৮ অক্টোবর রাজধানীর (New Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) বসতে চলেছে। গত এক বছরে ভারতীয় সিনেমায় সেরাদের সম্মানিত করা হবে। বিজয়ী এবং উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান বাড়ি বসে সরাসরি কীভাবে দেখবেন?
ডিডি নিউজ চ্যানেলের মাধ্যমে YouTube-এ পুরো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখানো হবে। সম্প্রচারটি বিকাল ৩ টায় শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পুরস্কার প্রাপকদের হাতে সম্মানীয় পুরস্কার তুলে দেবেন।
কাদের মাথায় উঠছে জাতীয় পুরস্কারের শিরোপাঃ
সেরা ফিচার ফিল্মঃ মালায়ালাম চলচ্চিত্র আট্টাম (Attam)।
সেরা অভিনেতারঃ ঋষব শেঠি, কন্নড় ছবি 'কান্তারা'র জন্যে।
সেরা অভিনেত্রীঃ নিথ্যা মেনেন, তামিল ছবি তিরুচিত্রম্বলামের জন্য এবং মানসী পারেখ, গুজরাটি ছবি কচ্ছ এক্সপ্রেসের জন্য।
সেরা পরিচালনঃ সূরজ বরজাতিয়া, উঁচাই ছবির জন্যে।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীঃ নীনা গুপ্তা
সেরা হিন্দি চলচ্চিত্রঃ গুলমোহর
বাংলায় শ্রেষ্ঠ ছবি হিসাবে সম্মান পেতে চলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি 'কাবেরী অন্তর্ধান'। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পাবে অপরাজিত। বাংলা ছবির ক্ষেত্রে না হলেও দুই বাঙ্গালী পুরস্কার পাচ্ছেন। সঙ্গীত পরিচালক হিসাবে প্রীতম চক্রবর্তী এবং পুরুষ গায়ক হিসাবে অরিজিতৎ সিং আজ জাতীয় পুরস্কার পাবেন । ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অভিনেতা মনোজ বাজপেয়ী স্বীকৃত হবেন।