ছত্তিশগড়ের চার জেলায় গত দু'দিন ধরে চলছে মাওবাদী নিকেশ অভিযান। গত ৬ জুন রাত থেকে নারায়ণপুর, কোন্ডাগাও, দান্তেওয়ারা, জগদলপুরে আইটিবিপির ৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা এই অভিযান চালাচ্ছে। এই অভিযানে এখনও পর্যন্ত খতম হয়েছে ৭ জন মাওবাদী। এবং আহত ৩ জওয়ান। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। এই চার জেলার একাধিক নকশা অধ্যুষিত গ্রামে এখনও অভিযান চালাচ্ছে জওয়ানরা। জানা যাচ্ছে, জঙ্গলের মধ্যে বিভিন্ন আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়েছে নকশালরা।

নারায়ণপুরের এসপি প্রভাত কুমার জানিয়েছেন, আমরা দান্তেওয়ারা এবং নারায়ণপুর এলাকা থেকে গোপনসূত্রে খবর পেয়েছিলাম যে ওই এলাকার জঙ্গলের সীমান্ত এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন  নকশাল। এরপরে আমরা এনকাউন্টার শুরু করি। গতকাল বিকেলে এই অভিযানের পর ৭ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এখনও ওই এলাকাগুলিতে তল্লাশি অভিযান চলছে।

 

এই তল্লাশি অভিযান চলাকালিন মুনগেরি, পূর্ব বাস্তার এলাকার গোবেল গ্রামে ৩ জন আইডিবিপি-র জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে এয়ারলিফ্টের মাধ্যমে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। আপাতত তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এর আগেও ভোটের আবহে ছত্তিশগড়ের বিভিন্ন জঙ্গলে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী।