Marriage (Photo Credit: nsplash/Caroline Veronez)

সীতাপুর, ১ সেপ্টেম্বর: পঞ্চমবার বিয়ে (Fifth Marriage) করতে গিয়ে দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি। অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুর জেলায় (Sitapur District)। শফি আহমেদ (Shafi Ahmad) নামে বছর পঞ্চান্নর ওই ব্যক্তি তাঁর দ্বিতীয় স্ত্রী ও সাত সন্তানকে ছেড়ে চলে আসেন কয়েকদিন আগে। মঙ্গলবার রাতে শফি আহমেদের পঞ্চম বিয়ে করতে যান। স্বামীর পঞ্চম বিয়ে সম্পর্কে জানতে পারেন তাঁর দ্বিতীয় স্ত্রী ও সন্তানরা। এরপরই খোঁজখবর নিয়ে তাঁরা হাজির হন ওই বিয়ের আসরে। হাতেনাতে ধরা হয় শফিকে। বিয়ের আসরে হট্টগোল শুরু হয়ে যায়। আরও লোকজন বিয়ের আসরে এসে উপস্থিত হয়। সব জানাজানি হতেই এরপর শফিকে ধরে মারধর করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে জড়ো হওয়া বিপুল সংখ্যক লোক শফিকে মারধর করে এবং কনে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কোতোয়ালি থানার আধিকারিক তেজ প্রকাশ সিং বলেন, "বরের ছেলেমেয়েরা ঘটনাটি পুলিশকে জানায়। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছি।"

সন্তানরা জানিয়েছে যে পঞ্চমবার বিয়ে করার পরিকল্পনা জানতে পেরে যাওয়াতে তাদের বাবা শফি মাসিক খরচের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তাদের মারধরও করেছিল।