Uttarakhand: ১,৫০০ টাকার গরমিল, ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে খুন
Murder in Broad Day Light in Uttarakhand (Photo Credits: Youtube)

উধাম সিং নগর, ১ জুলাই: দিনের আলোয় ব্যস্ত রাস্তায় খুন ৬০ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিং নগরের জসপুর জেলায়। হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, ১,৫০০ টাকার গোলমালে খুন করা হয় বৃদ্ধকে। পুরো ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিহত ব্যক্তির নাম গুচ্ছন খান। ১৫০০ টাকার গরমিলের জন্য ওই বৃদ্ধ চার অভিযুক্ত- নৌসাদ, রিজওয়ান, আক্রম এবং দানিশের সঙ্গে মঙ্গলবার বিকেলে দেখা করতে যান। ফোন করেই গুচ্ছনকে ডেকে পাঠায় চার অভিযুক্ত। টাকার হিসেবে থাকা গরমিল ঠিক করতে। দেখা করার পরই ঘটে সমস্যার সূত্রপাত। দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে, এরপর হাতাহাতিতে পৌঁছে যায়। অভিযুক্তরা ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে বৃদ্ধকে।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান ঘটনাস্থলে। এরপর তারাই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল পৌঁছতেই বৃদ্ধকে মৃত বলে জানান চিকিৎসকেরা।