প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ মহাকুম্ভ(Mahakumbh 2025) থেকে ফেরার পথে দুর্ঘটনা(Accident)। পথ দুর্ঘটনার(Road Accident) কবলে পড়ে মৃত্যু ৬ পুণ্যার্থীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বল্পুরের পারেভা গ্রামের কাছে। জানা গিয়েছে, এদিন প্রয়াগরাজ থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে এই ঘটনা ঘতে। বাসের সঙ্গে জিপের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৬ জনের। জানা গিয়েছে, মৃতরা কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক তালুকের বাসিন্দা।

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

স্থানীয়দের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাসে ধাক্কা মারে জিপ গাড়িটি। দুরঘটনার সময় উচ্চ গতিতে থাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্টে যায় জিপটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জাত্রীর। আহত হন বাকিরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জব্বলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলাশাসক এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। প্রসঙ্গত, মহাকুম্ভ যাত্রায় দুর্ঘটনার খবর নতুন নয়। বিগত দেড় মাসে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন পুণ্যার্থীরা। দুর্ঘটনায় প্রাণ গেছে বহু   পুণ্যার্থী।

মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৬ পুণ্যার্থী, আহত ২