নয়াদিল্লিঃ পরিবারে সবাইকে ঘরে তালাবন্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কৃষকের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই কৃষক-সহ ৬ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহারাইচে। কী কারণে এই ঘটনা ঘটালেন ওই কৃষক, তা খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে, ওই কৃষকের নাম বিজয় মৌর্য। এদিন দুই সন্তান-সহ পরিবারের সকলকে ঘরে ডেকে তালাবন্ধ করেন তিনি। এরপর ওই ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, কাজ করানোর নামে গ্রামের দুই নাবালককে ডেকে তাঁদের আঘাত করেন ওই কৃষক এমনটাও অভিযোগ। তাদেরও ওই ঘরে বন্ধ করে পুড়িয়ে মারা হয়।
নিজেকে-সহ গোটা পরিবারকে পুড়িয়ে মারল কৃষক
এই ঘটনায় মৃত্যু হয়েছে কৃষকের বাড়িতে থাকা গবাদি পশুরও। আগুন দেখার পর তা নেভানোর চেষ্টা করেন গ্রামবাসীরা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটোনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল।
পরিবারের সবাইকে আটকে ঘরে আগুন লাগালেন কৃষক, পুড়ে ছাই ৬ টি দেহ
UP: खेत में काम करने से मना किया तो किसान ने 2 किशोरों को मार डाला, फिर पत्नी और बच्चियों संग दी जान, 6 की मौतhttps://t.co/7p28xEm5x6 pic.twitter.com/6NFuNsoC8U
— Amar Ujala (@AmarUjalaNews) October 1, 2025