ফের পাঞ্জাবে উদ্ধার বিপুল পরিমাণের মাদক। শনিবার অমৃতসর (Amritsar) গ্রামীণ এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬.১৫০ কেজি হেরোইন। আটক হয়েছে ২ পাচারকারী। তাঁদের সঙ্গে ছিল দুটি আগ্নেয়াস্ত্র। সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মাদকের প্যাকেটগুলি পাকিস্তান থেকে ড্রোনের সাহায্যে পাঠানো হয়েছিল। সেগুলি উদ্ধার করে বিক্রি করার পরিকল্পনায় ছিল দুই যুবক। ধৃতদের নাম লাভপ্রীত ও বলবিন্দর। তাঁদের ইতিমধ্যেই জেরা করতে শুরু করেছে পুলিশ।
ধৃত এক অভিযুক্তের বিরুদ্ধে আগেও ছিল অভিযোগ
ধৃতদের মধ্যে বলবিন্দরের বিরুদ্ধে আগেও একটি অভিযোগ দায়ের করা ছিল। জানা যাচ্ছে, আটারি সীমান্ত এলাকায় অস্ত্র পাচার করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় বিশাল নামে তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা হয়ছিল। উদ্ধার হয়েছিল মাদক ও পিস্তল। তবে ওই ঘটনার পর পলাতক ছিল অভিযুক্ত। বুধবপার অবশেষে তাঁকে হাতেনাতে ধরা হয়।
বাজেয়াপ্ত হচ্ছে ড্রোন
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এখনও সীমান্ত এলাকায় সক্রিয় পাচারচক্র। বিশেষ করে পাঞ্জাবের সীমান্ত লাগোয়া এলাকা থেকে মাদক, আগ্নেয়াস্ত্র হামেশাই পাচার হচ্ছে। বিগত কয়েকমাসে একাধিক ড্রোনও পাওয়া গিয়েছিল সীমান্ত এলাকাগুলিতে।