Image Used for Representational Purpose Only | (Photo Credits: File Image)

নয়াদিল্লিঃ বিহারের(Bihar) গঙ্গায়(Ganga) তলিয়ে গেলেন পাঁচ যুবক। মৃত ৩। নিখোঁজ বাকি ২। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের গান্ধী ময়দান থানাত অন্তর্গত কালেক্টরেট ঘাটে। গঙ্গার তীরে ভলিবল খেলছিলেন ওই পাঁচ যুবক। পরবর্তীতে মহা শিবরাত্রি উপলক্ষে গঙ্গা স্নানের পরিকল্পনা ছিল। খেলতে খেলতে বল পড়ে যায় নদীতে। সেটি আনতে জলে নেমে পড়েন বিশাল কুমার। জলের গভীরতা বেশি হওয়ায় তলিয়ে যেতে শুরু করেন বিশাল। তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাঁর বন্ধু সচীন, অভিষেক, রাজীব, গলু এবং আশীষ। একে-একে তলিয়ে যান প্রত্যেকে।

মহা শিবরাত্রিতে  গঙ্গায় ডুবে মৃত্যু ৩ যুবকের, নিখোঁজ ২

গোটা ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখেন এক নৌকা চালক। তিনিই খবর দেন পুলিশে। এরপর পুলিশের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকার্য। রাতভর উদ্ধারকাজ চালিয়ে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু'জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়োনাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক মৃত যুবকের বাবা বলেন, "তিন বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল ছেলে। আমরা কিছুই জানতাম না। হঠাৎ একটা ফোন আসে, শুনতে পাই ছেলে গঙ্গায় ডুবে গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটে গেল কিছুই বুঝে উঠতে পারছি না।"

মহা শিবরাত্রিতে গঙ্গায় ডুবে মৃত্যু ৩ যুবকের, নিখোঁজ ২