Representational Image (Photo credits: Pixabay)

বেরেলি, ১০ ফেব্রুয়ারি: বাঁদরদের (Monkey) আক্রমণে প্রাণ হারাল ৫ বছরের একটি শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিথরি চেনপুর থানা এলাকার (Bithri Chenpur Police Circle) বিচপুই গ্রামে (Bichpui Village)। নর্মদা নামের মেয়েটি তার বন্ধুদের সঙ্গে নাকাতিয়া নদীর ধারে খেলা করছিল। তখন বাঁদরের দল শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা এসে নর্মদা ও অন্যদের উদ্ধার করে। যদিও বাঁদরের দল নর্মদার শরীর ক্ষতবিক্ষত করে দেয়। কমিউনিটি হেলথ সেন্টারে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, তিন ভাইবোনের মধ্যে নর্মদা ছিল সবার ছোট। তার বাবা নন্দ কিশোর দিনমজুর। তিনি বলেন, "বাঁদরদের আক্রমণ করার ঘটনা প্রায়ই ঘটছে। এক্ষেত্রে বাঁদরগুলি অত্যন্ত আক্রমণাত্মক ছিল। আমার মেয়ের শরীরের প্রায় সর্বত্র কামড় দিয়েছিল।"

আরও পড়ুন: Uttar Pradesh Assembly Elections 2022: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে

বিথরি চেনপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অশোক কুমার বলেন, "পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়রা বাঁদরগুলিকে ফাঁদে ফেলে ধরার দাবি জানিয়েছে। আমরা বন বিভাগের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছি। এই ক্ষেত্রে কোনও এফআইআর করা সম্ভব নয়।"