প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ডকইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে মিলল পাঁচ বছরের শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow)চারবাগ রেল স্টেশনে। জানা গিয়েছে, অপহরণ(Kidnap) করে খুন(Murder) করা হয়েছে ওই শিশুকে। রবিবার ছেলেকে নিয়ে প্রতাপগড় যাওয়ার জন্য চারবা রেল স্টেশনে আসেন রাজস্থানের এক মহিলা। রাত ১২.৩০ টা নাগাদ স্টেশনে বসেই তিনি ঘুমিয়ে পড়েন। আর সেই সুযোগেই মায়ের কাছ থেকে শিশুকে নিয়ে পালায় এক ব্যক্তি। ঘুম ভাঙতে ছেলেকে না খুঁজে পেয়ে রেল পুলিশকে সবটা জানান তিনি। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে পালাচ্ছে। সোম সকালে রেল স্টেশন সংলগ্ন ডক ইয়ার্ড থেকে উদ্ধার হয় শিশুর দেহ। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইব্রাহিম নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন ওই মহিলার সঙ্গে ওয়েটিং রুমে পরিচয় হয় অভিযুক্তের। মহিলার সঙ্গে কথায় কথায় আলাপ পরিচয় করে সে। তাঁর থেকে খাবার পর্যন্ত খায়। এরপর মহিলা ঘুমিয়ে পড়তেই শিশুটিকে নিয়ে পালায় সে। শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। পুরোটাই পরিকল্পনা মাফিক কাজ বলেই মনে করছে পুলিশ। তদন্ত চলছে।

পাঁচ বছরের শিশুর দেহ মিলল ফাঁকা ট্রেনে