নয়াদিল্লিঃ বিহারে (Bihar) ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। ট্রাকের সঙ্গে গাড়ির (Car) মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু পাঁচ ব্যবসায়ীর। বুধবার ঘটনাটি ঘটেছে পাটনা-গয়া-ধোবি চার লেনের ৮৪ নম্বর জাতীয় সড়কে।পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১২ বেজে ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির নীচের অংশটি তুবড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই এসে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে গ্যাস কাটার, ক্রেন ব্যবহার করে গাড়ি ও ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে খবর, কীটনাশক ও কৃষিপণ্যের ব্যবসায় নিযুক্ত ছিলেন তাঁরা। জানা গিয়েছে, মৃতদের নাম কমল কিশোর, সঞ্জয় কুমার, রাজেশ কুমার, প্রকাশ চৌরাসিয়া ও সুনীল কুমার। আশেপাশের জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিহারে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৫ ব্যবসায়ীর
5 Businessmen Killed In Bihar As Car Rams Truckhttps://t.co/NrsGn3KccY pic.twitter.com/92JcAK7KSq
— NDTV (@ndtv) September 4, 2025