Earthquake (Photo Credit: Twitter/Representational Image)

কলকাতা,  ২১ জানুয়ারি:  জোরদার কম্পনে কেঁপে উঠল মিজোরাম (Mizoram)। ৫.৬ মাত্রার কম্পনে কেঁপে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। মিজোরামে কম্পনের জেরে উত্তরবঙ্গের (North Bengal) শিলিগুড়ি, কোচবিহারসহ বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে।শুক্রবার দুপুর ৩টে ৪২ নাগাদ কেঁপে ওঠে মিজোরাম। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্ত থেকে ৫৮ কিলোমিটার দূরে চম্পাই। তবে কম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও হিসেব মেলেনি।

 

আজকের কম্পনে মিজেরামের পাশপাশি অসমও (Assam) কেঁপে ওঠে। অর্থাৎ ভারতের উত্তর-পূর্বের প্রায় সব রাজ্যেই আজ কম্পন অনুভূত হয় বলে খবর।