প্রতীকী ছবি(Photo Credits: Unsplash.com)

শ্রীনগর, ৫ ফেব্রুয়ারি: এক বছরেরও বেশি সময় পর পুরো জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফিরল ফোর জি মোবাইল ইন্টারনেট পরিষেবা (4G Mobile Internet)। আজ একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুই ও তথ্য দপ্তরের প্রধান সচিব রোহিত কানসাল। ২০১৯ সালের অগাস্ট মাসে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ফোর জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। কয়েকটি জায়গায় ২ জি ইন্টারনেট পরিষেবা ফেরানো হলেও আজ দীর্ঘ ১৮ মাস পর আজ কাশ্মীরে ফিরল ফোর জি ইন্টারনেট।

২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ স্টেটাস প্রত্যাহার করে লাদখ এবং জম্মু ও কাশ্মীর দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। পূর্বের একটি রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। ২০২০ সালের ২৫ জানুয়ারি ২ জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানো হয়। সেই থেকেই এই সুবিধা বাড়ানো হচ্ছিল।

এই মাসের শুরুতে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় ফোর জি পরিষেবা পুনরুদ্ধারের সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দেয়।