ফের উত্তরপ্রদেশে অপহরণের ঘটনা। দিনেদুপুরে এক মহিলা ও তাঁর নাবালক ছেলেকে অপহরণ করল এক দুষ্কৃতিদল। পরে তাঁদের হাতেই খুন হল মহিলা। এখনও নিখোঁজ তাঁর ছেলে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow) পিজিআই থানা এলাকার কালী পশ্চিমের বাবু খেদা গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অপহৃত নাবালকের এখনও হদিশ পায়নি পুলিশ। সেই কারণে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। মৃতের স্বামী ও পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকালে বছর ৪২-এর রেনু যাদব ও তাঁর ছেলে নিখিলকে অপহরণ করে একদল দুষ্কৃতি। মূলত ডাকাতির উদ্দেশ্যেই তাঁদের বাড়িতে হানা দিয়েছিল দুষ্কৃতিদল। বাড়িতে লুট করে দুজনকে অপহরণ করে পালায় দুষ্কৃতিরা। এই ঘটনার তদন্তে নেমে সন্ধ্যের দিকে রেনুর দেহ উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ তাঁর ছেলে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে আসে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশের অনুমান, মৃতের পরিবারের ওপর দীর্ঘদিন ধরেই নজর ছিল অভিযুক্তদের। সেই কারণে মহিলা ও তাঁর ছেলেকে অপহরণ করে ঘরের সমস্ত জিনিসপত্র লুট করে পালাতে পেরেছে তাঁরা। যদিও এই ঘটনায় কতজন যুক্ত, এই চক্রের মধ্যে মৃতের পরিবারের কেউ চেনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।