ভারতে করোনা (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ২৬ মে:  ৬০,৪৯০ জন করোনাভাইরাসকে (Coronavirus) হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪১.৬১ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই রিপোর্ট পেশ করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লাভ আগরওয়াল। তিনি জানিয়েছেন, দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬০,৪৯০ জন। দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪১.৬১ শতাংশ। দেশে মৃত্যুর হার বিশ্বের নিরিখে সর্বনিম্ন। এই মুহূর্তে দেশে মৃত্যুর হার ২.৮৭ শতাংশ। আরও পড়ুন: Coronavirus: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, মৃত্যু হয়েছে ২১১ জনের 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব জানিয়েছেন, গত কয়েক মাসে করোনা টেস্টের পরিমাণ বেড়েছে বেশ কিছুটা। বর্তমানে দেশে ১.১ লাখ করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের অবস্থান ঠিক কোখায়। সেই প্রসঙ্গে সরকারের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী, ‘বিশ্বে ৪.৪ জনের মৃত্যু হচ্ছে প্রতি লাখ জনসংখ্যার নিরিখে। সেখানে দেশে মৃত্যুর সংখ্যা ০.৩। যা বিশ্বের মধ্যে একেবারে সর্বনিম্ন। লকডাউনের জেরেই এটা সম্ভব হয়েছে। সময়মত লকডাউন এবং পরীক্ষা-নিরীক্ষার জন্যই করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হার দেশে অনেকটাই কম অন্যান্য দেশের তুলনায়।’

দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৫,৩৮০ জন। মৃত্যু হয়েছে ৪,১৬৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬০,৪৯১ জন।