জিএসটি (Photo Credits: PTI/File)

List of Items Facing 40% GST: দেশের জিএসটি বা পণ্য পরিষেবা কর ব্যবস্থা বড় পরিবর্তন আনল নরেন্দ্র মোদী সরকার। আগামী ২২ সেপ্টেম্বর, নবরাত্রি শুরুর দিন থেকে দেশে জিএসটি-তে নতুন হার ও ধাপ বা স্ল্যাব কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশে জিএসটি ব্যবস্থায় ৫ শতাংশ, ১২ শতাংশ ও ৪০ শতাংশ স্ল্যাব বা ধাপ চালু হচ্ছে। আট বছর পর জিএসটি-তে উঠে যাচ্ছে ১২ এবং ২৮ শতাংশ জিএসটি-র স্ল্যাব। দেশের নতুন জিএসটি ব্যবস্থায় বেশ কিছু পণ্য ও পরিষেবাকে রাখা হয়েছে ৪০ শতাংশ স্ল্যাবে। সর্বোচ্চ জিএসটি স্তরে রাখা হয়েছে তামাকজাত পণ্য, চিনিযুক্ত পানীয় যেমন সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক ও ক্যাফেইনযুক্ত পানীয়ত। আগে যেগুলিতে ২৮ শতাংশ জিএসটি লাগু ছিল।

যে সব পণ্যে ৪০ শতাংশ জিএসটি

সিগারেট,গুটখা, পান মশলা ও নিকোটিনজাত দ্রব্য, যেগুলিতে অতিরিক্ত সেস মিলিয়ে করের হার পৌঁছতে পারে প্রায় ৯৬ শতাংশে। চিনিযুক্ত পানীয় যেমন সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক ও ক্যাফেইনযুক্ত পানীয় আগে যেখানে ২৮% কর ছিল, এখন সেগুলিতে ৪০% জিএসটি ও কিছু ক্ষেত্রে ১২ শতাংশ সেস ধার্য হবে। জুয়া ও বেটিং পরিষেবা—লটারি, ক্যাসিনো ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মেও ৪০% কর প্রযোজ্য। পাশাপাশি, বিলাসবহুল গাড়ি (১৫০০ সিসি-র বেশি বা ৪ মিটারের চেয়ে দীর্ঘ) এবং প্রসেসড জাঙ্ক ফুড যেমন ফাস্ট ফুড ও প্যাকেটজাত খাবারেও এই ৪০ শতাংশ উচ্চ করহার কার্যকর হবে।

৪০ শতাংশ জিএসটি লাগু হচ্ছে যেসব পণ্যে

তামাকজাত পণ্য: সিগারেট, সিগার, গুটখা, পান মশলা ইত্যাদি (অতিরিক্ত সেস সহ করের হার আরও বেশি হতে পারে)।

চিনিযুক্ত পানীয়: সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, ক্যাফেইনযুক্ত ড্রিঙ্কস।

জুয়া ও বেটিং পরিষেবা – লটারি, ক্যাসিনো, অনলাইন গেমিং, বেটিং প্ল্যাটফর্ম।

বিলাসবহুল গাড়ি: ১৫০০ সিসি-র বেশি ইঞ্জিন ক্ষমতার বা ৪ মিটারের বেশি দৈর্ঘ্যের গাড়ি (সঙ্গে অতিরিক্ত সেস)।

প্রসেসড জাঙ্ক ফুড: ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, উচ্চ মাত্রার প্রক্রিয়াজাত খাদ্য।

দেখুন খবরটি

যেসব পণ্যগুলির ওপর জিএসটি কমছে

সব ধরনের টিভি সেটে জিএসটি হবে ১৮%।

ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর নির্ধারণ করা হয়েছে ১৮%।

হস্তশিল্প সামগ্রী, মার্বেল ও গ্রানাইট ব্লকে জিএসটি ধরা হয়েছে মাত্র ৫%।

সিমেন্টের করহার ২৮% থেকে কমিয়ে করা হয়েছে ১৮%।

অটো রিকশা বা তিনচাকার গাড়ির করহারও ২৮% থেকে নেমে ১৮% হয়েছে।

সব ধরনের গাড়ির যন্ত্রাংশে জিএসটি নির্ধারণ করা হয়েছে ১৮%।

স্বাস্থ্যবিমায় এবং জীবনবিমা পুরোপুরি উঠে যাচ্ছে জিএসটি।