নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha) চাঞ্চল্যকর ঘটনা। অসুস্থ গরুর (Cow)পেট থেকে উদ্ধার ৪০ কেজি ওজনের প্লাস্টিকের উপাদান। অস্ত্রপোচারের মাধ্যমে বের করা হয়েছে সমস্ত প্লাস্টিক। বর্তমানে গরুটির অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। আচমকাই অসুস্থ হয়ে পড়ে গরুটি। হিলপতনা এলাকা থেকে পশু অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় রবিবার। তাকে পরীক্ষা করে সোজা অপরেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রপোচার করেন জেলার প্রধান ভেটেরিনারি অফিসার অঞ্জন কুমার দাস ও তাঁর দল। অপারেশনের পর তিনি জানান, গরুটির পেট থেকে পলিথিন ব্যাগ, প্লাস্টিক উপাদান-সহ মোট ৪০ কেজি জিনিস অপসারণ করা হয়েছে। অস্ত্রপোচারের পর শিশুর অবস্থা স্থিতিশীল। তবে তাকে কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকের মতে, গরুরা রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন জিনিস খেয়ে ফেলে। এগুলি হজম না হয়ে পেটে জমে থাকে। আর সেগুলি জমে থাকতে থাকতে এই অবস্থা হয়। দীর্ঘদিন ধরে এই ধরনের জিনিস পেটে জমলে শরীরের বড়সড় ক্ষতি হতে পারে।
অসুস্থ গরুর পেট কাটতেই বেরিয়ে এল ৪০ কেজি প্লাস্টিক
40-kg Plastic Items Removed From Cow's Stomach In Odisha https://t.co/OqnCfNK0sq pic.twitter.com/3RCXZotjX3
— NDTV (@ndtv) September 10, 2025