ভারী বর্ষণের কারণে ভয়াবহ ঘটনা ঘটল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport)। জানা যাচ্ছে, সকাল সাড়ে ৫টার কিছুটা আগে টার্মিনাল ১-এর ছাঁদ ভেঙে পড়েছে। ঘটনাটি ঘটার পর ঠিক ওই সময়ই খবর যায় দমকল বাহিনী এবং পুলিশ প্রশাসনের কাছে। এরপর ঘটনাস্থলে চলে আসে স্থানীয় দমকল বিভাগের বেশ কয়েকটি ইঞ্জিন। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৬ জনকে ধ্বংসস্তুপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা এখনও রয়েছে। তাঁদের খোঁজে জারি রয়েছে উদ্ধারকাজ।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক গাড়ি।
দিল্লি বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের আপাতত চিকিৎসা চলছে। কীভাবে টার্মিনাল ১-এর ছাঁদ ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে একটি টার্মিনাল ভেঙে যাওয়ার কারণে বাকি টার্মিনালগুলির স্বাস্থ্য নিয়ে চিন্তায় কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলিও সংস্কার করা হবে বলে জানানো হয়েছে।
Roof collapses at Terminal 1 of Delhi Airport
Read @ANI Story | https://t.co/nsrf0GIMd6#DelhiRains #rains #Roofcollapse #DelhiAirport pic.twitter.com/Y9CeTGVimH
— ANI Digital (@ani_digital) June 28, 2024
অন্যদিকে এই বৃষ্টির কারণে বিপর্যস্ত গোটা দিল্লি। জলের নীচে অর্ধেক বেশি রাস্তা। আগামী ৭ দিন দিল্লি এবং পাশ্ববর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে অবশ্য তাপমাত্রা অনেকটাই নীচে নেমে এসেছে। যার ফলে স্বস্তিতে দিল্লিবাসী।