LeT Associates Arrested: কাশ্মীরের বন্দিপোড়ায় গ্রেফতার ৪ লস্কর সহযোগী, উদ্ধার চিনা গ্রেনেড
Security Forces In Jammu & Kashmir (Photo Credit: IANS)

শ্রীনগর, ৩ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়া (Bandipora) জেলা থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba)-র ৪ সহযোগীকে (Associates) গ্রেফতার করল পুলিশ। তাদের নাম ইরফান আজিজ, ইরফান আহমেদ ভাট, সাজাদ আহমদ মীর ও ইরফান আহমেদ জান। জানা গিয়েছে, ধৃতরা জঙ্গিদের নানাভাবে সাহায্য করেছিল এই জেলায়। ধৃতদের থেকে দুটি চিনা গ্রেনেড উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী বন্দিপোড়ার আশটিঙ্গো গ্রামে তল্লাশি অভিযানে নামে। সেখানে একটি চিনা গ্রেনেড-সহ ইরফান আহমেদ ভাট, সাজাদ আহমেদ মীর ও ইরফান আহমেদ জানকে গ্রেফতার করে। অন্যদিকে, রাক হাজিনে নাকা চেকিং চলার সময় নিরাপত্তা বাহিনী ইরফান আজিজকে গ্রেফতার করে এবং তার থেকে একটি চিনা গ্রেনেড উদ্ধার করে। আরও পড়ুন: Sher Bahadur Deuba In Varanasi: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

ইরফানের সঙ্গে পাকিস্তানি জঙ্গি উমর লালার যোগাযোগ ছিল। ইরফান হজিন এলাকায় সন্ত্রাসবাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল।