জম্মু কাশ্মীরে দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)বদগামে (Budgam)ভয়াবহ দুর্ঘটনা(Accident)। ডাম্পার ট্রাকের সঙ্গে এসইউভির ধাক্কায় মৃত ৪ জন। আহত আরও ৫। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বদগামের পালার এলাকায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাকে এসে ধাক্কা মারে এসইউভি গাড়িটি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আহতরা মারওয়ার বাসিন্দা।

জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই ঘটনাকে 'মর্মান্তিক' বলেন তিনি। সেই সঙ্গেই গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আহতদের সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, " বদগামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার বলি ৪, গুরুতর আহত ৫