Tirupati (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ তিরুমালা মন্দিরের(Tirumala Temple) লাড্ডু(Laddu) প্রসাদে পশুর চর্বি(Animal Fats) মেশানো হত, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি (Jagan Mohan Reddy)তথা তাঁর নেতৃত্বাধীন পূর্বতন ওয়াইএসআর কংগ্রেসের(YSR Congress) সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু(CM N Chandra Babu Naidu)। তাঁর দাবি, জগন মোহনের আমলে মন্দিরের লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘি বিশুদ্ধ ছিল না। যদিও ওয়াই এস কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়। জগন মোহন শিবিরের দাবি এটি টিডিপির রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তবে নাইডুর এই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে তোলপাড় তামিলনাড়ু। এই আবহে মন্দির শুদ্ধিকরণ পুজোর আয়োজন তিরুমালা মন্দিরে। সোমবার সকাল ৬ টায় শুরু হয় এই বিশেষ পুজো। চলে সকাল ১০ টা পর্যন্ত। লাডডু নিয়ে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরই শুদ্ধিকরণ পুজোর সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। এ দিন এক ভক্ত সংবাদসংস্থা পিটিআইকে জানান, ৪ ঘণ্টা ধরে মন্দির শুদ্ধিকরণ পুজো হয়েছে।

তিরুমালা শুদ্ধিকরণে মাতল মন্দির কর্তৃপক্ষ