প্রতীকী ছবি

আন্দামান, ২৪ নভেম্বর: সাত সকালে ভূমিকম্প (Earthquake) আন্দামান ও নিকোবর (Andaman and Nicobar) দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্যাম্পবেল বে দ্বীপ থেকে ৬৯ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই।

এর আগে ৮ নভেম্বরও ভূমিকম্প হয় আন্দামানে। ভোররাতে পোর্ট ব্লেয়ারের দক্ষিণ-পূর্বে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পনের গভীরতা ছিল ১৬ কিলোমিটার। আরও পড়ুন: Winter Session of Parliament 2021: দেশে নিষিদ্ধ হচ্ছে ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি, আসছে বিল

শনিবার ভূমিকম্পে কাঁপে অসমের গুয়াহাটি। দুপুর ১টার দিকে ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।