Winter Session of Parliament 2021: দেশে নিষিদ্ধ হচ্ছে ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি, আসছে বিল
Crypto (File Image)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: দেশের সমস্ত ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে আসছে বিল। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই বিল আনছে সরকার। এবারের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। এই বিলের নাম হবে Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021। যাইহোক কিছুক্ষেত্রে ব্যতিক্রমী ছাড় দেবে এই বিল। যেমন ক্রিপ্টোকারেন্সি ও তার ব্যবহারিক প্রযুক্তিকে প্রোমোট করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্যু করা ক্রিপ্টোকারেন্সি তৈরির ফ্রেম ওয়ার্ক তৈরি হবে। এই বিলটি লোকসভায় পরিচয় ও পাস করানোর জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর শুরু হতে চলা শীতকালীন অধিবেশনে মোট ২৬টি বিল আনছে কেন্দ্র।

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “ক্রিপ্টোকারেন্সি নিয়ে সমস্ত গণতান্ত্রিক দেশের এক সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে। এবং এই ক্রিপ্টোকারেন্সি যাতে কোনওভাবে অসাধুদের হাতে না পড়তে পারে তা খেয়াল রাখতে হবে।” ভার্চুয়াল কারেন্সি প্রসঙ্গে মোদির মন্তব্য, এই বিট কয়েন যেন কোনওভাবেই দেশের যুবসমাজকে নষ্ট না করতে পারে। ক্রিপ্টোকারেন্সির বিধিনিয়ম নিয়ে বেশকিছু উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। এই বিলের জন্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে ডাকা হয়েছে।